রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নেত্রীকে মুক্ত করব নতুবা কারাবরণ

-আলমগীর সরকার, সভাপতি জেলা বিএনপি

নেত্রীকে মুক্ত করব নতুবা কারাবরণ

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেছেন, ‘আসছে আন্দোলনে নেত্রীর মুক্তি, নয় তো কারাবরণ করব আমরা। নেতা-কর্মীরা প্রস্তুত হয়ে রয়েছেন আন্দোলনের জন্য। এখন শুধু ডাকের অপেক্ষা।’ তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আওয়ামী লীগ সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একদলীয়ভাবে দেশ পরিচালনা করছে। অতীতে সরকারবিরোধী আন্দোলনে এখানকার বিএনপির নেতা-কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবারের আন্দোলনে আরও বেশি শক্তি দেখানো হবে। বিশেষ করে নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব তৈরি হয়েছে। দল শক্তিশালী হয়েছে। তৃণমূল পর্যায়ে বিএনপির ভোট বেড়েছে। নেত্রীর প্রতি ভালোবাসা বেড়েছে অনেক বেশি।’ আলমগীর সরকার বলেন, জেলার আওতায় ৪৪১টি ওয়ার্ড, ৮৫টি ইউনিয়ন এবং ৭টি উপজেলা ও পৌরসভা ইউনিট রয়েছে। এগুলোতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, যারা নির্যাতিত হয়েছেন, ‘মিথ্যা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, দুঃসময়ে যারা দলের পাশে থেকে কাজ করছেন, তাদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি করতে চাই, যাতে নীলফামারী বিএনপিতে কোনো বিভক্তি না থাকে।’ তিনি বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে সরকার। সরকারের নিয়ন্ত্রণের কারণে সঠিক বিচার পাচ্ছেন না বিরোধী দলের নেতা-কর্মীরা। সরকারের উন্নয়ন খাতা-কলমে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন সবাই। দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়ে নেতা-কর্মীরা। তিনি বলেন, নিশ্চয়ই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক একটি সরকার ক্ষমতায় আসবে। এটি শুধু অপেক্ষার পালামাত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর