শিরোনাম
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে বন্দুকযুদ্ধে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে র‌্যাব ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী থেকে বলা হয়েছে, নিহতদের একজন শীর্ষ সন্ত্রাসী ও অপরজন ডাকাত দলের সদস্য। র‌্যাব জানায়, গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনকে (৪০) গ্রেফতারের লক্ষ্যে গতকাল গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় আলী হোসেন ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আলী হোসেন মারা যান। পরে আটক করা হয় আলী হোসেনের ৫ সহযোগীকে। সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক সদস্যও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গভীর রাতে বিশ্বনাথ উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকার মধ্যবর্তী স্থানে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল অস্ত্রধারী ডাকাত। ওই সড়ক দিয়ে পুলিশের একটি টহল দল যাওয়ার সময় ডাকাত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে টহল দলে থাকা এসআই মিজানুর রহমান মিজান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস গুলিবিদ্ধ হন। তাদেরকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের হামলার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের  একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলের কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের লাশ উদ্ধার করা হয়। তার হাতে একটি দেশীয় পাইপগান ছিল। এসময় শরীর তল্লাশি করে তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর