রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ধনীর চেয়ে দরিদ্রের গড় আয়ু ১৯ বছর কম

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আয়ের মানুষের তুলনায় ১৯ বছর কম বাঁচে নিম্ন আয়ের মানুষ। একটি শিশু নিম্ন আয়ের পরিবারে জন্ম নিলে তার গড় আয়ু হয় ৫৯ বছর। আর উচ্চ আয়ের পরিবারে জন্ম নিলে গড় আয়ু হয় ৭৮ বছর।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত সর্বশেষ (২০১৯ সালের) মানব উন্নয়ন রিপোর্টের সার-সংক্ষেপে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সময়ে মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ক্ষুধা, বুভুক্ষা, দারিদ্র্য ও ব্যাধি থেকে মুক্তির ক্ষেত্রে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ন্যূনতম জীবনমানের ঊর্ধ্বে উঠতে পেরেছে। শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। তার পরও জীবন-মৃত্যু, জ্ঞান-সুযোগ এবং জীবন-পরিবর্তনীয় প্রযুক্তির ক্ষেত্রে অসমতা থাকায় উচ্চ ও নিম্ন আয়ের মানুষের গড় আয়ুর বিশাল ফারাক রয়েছে। আর এ পার্থক্য এখনো ১৯ বছর। প্রতিবেদনে বলা হয়, নিম্ন ও উচ্চ মানব উন্নয়ন সূচকের দেশগুলোর মধ্যে প্রতি ধাপ বয়সেই প্রত্যাশিত আয়ুর মধ্যে পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে ৭০ বছর বয়স মাত্রায় প্রত্যাশিত গড় আয়ুর ফারাক প্রায় ৫ বছর এবং যারা পেছনে পড়ে আছে তাদের মধ্যে ৬০ কোটি মানুষ চরম আয় দারিদ্র্যে বাস করে। বহুমাত্রিক দারিদ্র্য সূচক পরিমাপ করলে তা এক লাফে ১৩০ কোটিতে গিয়ে দাঁড়ায়। ৫৪ লাখ শিশু ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে না। টিকাদান ও ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশ্বের দরিদ্রতম দেশগুলোর দরিদ্রতম গৃহাঙ্গনেই শিশুমৃত্যুর হার বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর