বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বুড়িগঙ্গা তীরের ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীর তীরে অভিযান চালিয়ে বহুতল ভবনসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বিশেষ অভিযানের ১০ম দিনে শ্যামপুর থেকে কদমতলী পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে অবমুক্ত করা হয়েছে দশমিক ৫ একর তীরভূমি। উচ্ছেদকৃত মালামাল নিলামে ১১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানে তিনটি দোতলা, দুটি একতলা, পাঁচটি পাকা দেয়াল, ১০টি আধাপাকা ও ১৫টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। পাকা দেয়ালের দৈর্ঘ্য ছিল প্রায় ২ হাজার ফুট। আজ  সকাল ৯টা  থেকে বুড়িগঙ্গা নদীতে পোস্তাগোলা ব্রিজের কেরাণীগঞ্জ প্রান্ত থেকে দক্ষিণ দিকে অভিযান চলবে।

সর্বশেষ খবর