বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চার দিন পর বুড়িগঙ্গায় ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের চার দিন পর ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ী হলেন শেখ মো. বাদল মিয়া (৫৫)। গতকাল সকালে বুড়িগঙ্গার ঝাউচর গুদারাঘাট এলাকা থেকে কোমড়ে ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। বাদল মিয়া গত ২১ ফেব্রুয়ারি হাজারীবাগ থেকে অপহরণের শিকার হন বলে অভিযোগ করে তার পরিবার। তিনি চালের ব্যবসা করতেন।

ঢামেক সূত্র জানায়, বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বাদল মিয়ার বাসা রায়ের বাজার হাজারীবাগের সুলতানগঞ্জ রোডে। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার কনশা গ্রামের মৃত শেখ আইয়ুব আলী শেখের ছেলে। তার ভাতিজা শেখ বিল্লাল হোসেন জানান, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হন বাদল মিয়া। এরপর তিনি আর ফেরেননি। এ ঘটনায় পরদিন হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সর্বশেষ খবর