শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অচিরেই দলে কার্যকর ঐক্য গড়ে উঠবে

-------- মাহমুদ হাসান খান বাবু আহ্বায়ক, জেলা বিএনপি

অচিরেই দলে কার্যকর ঐক্য গড়ে উঠবে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন,  ‘অচিরেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যকর ঐক্য গড়ে উঠবে।     সব মতপার্থক্য ভুলে জেলা বিএনপির সব নেতা-কর্মী অচিরেই এককাতারে শামিল হবেন। ইতিমধ্যেই তার সূচনা জেলাবাসী দেখতে শুরু করেছেন। বর্তমানে দলীয় কর্মসূচিতে বেশির ভাগ নেতা-কর্মীকে এককাতারে দেখা যাচ্ছে।’ দলের বর্তমান সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলাতে বিএনপি আগের মতোই মজবুত অবস্থায় আছে। সাংগঠনিকভাবে বিএনপি কখনই দুর্বল নয়। সরকারি দলের নির্যাতন-নিপীড়ন আর পুলিশি হয়রানির কারণে নেতা-কর্মীরা কিছুটা সতর্ক অবস্থায় রয়েছেন। দেশ ও দলের প্রয়োজনে বিএনপি কখনই সংগ্রাম করতে পিছপা হবে না। জেলার দীর্ঘদিনের আহ্বায়ক কমিটি বিষয়ে বাবু খান বলেন, অতি শিগগিরই জেলাবাসীকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে বিএনপি। গত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং তাদের বর্তমান কর্মকান্ড  বিষয়ে বাবু বলেন, নির্বাচনের সময় কৌশলগত কারণে বিএনপি প্রায় সারা দেশেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়। সে সময় চুয়াডাঙ্গার দুটি আসনে যারা মনোনীত হন তারা কেউই বিএনপির অমঙ্গল হয় এমন কাজ করবেন না। সঠিক সময়ে দলের প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তবে দলের মধ্যে কোনো ছোটখাটো ত্রুটি থাকলে তা সাংগঠনিকভাবে সমাধান করা হবে। ঐক্যের প্রশ্নে দলের মধ্যে যারা বিরোধিতা করবে তাদের বিষয়ে দল কী সিদ্ধান্ত নেবে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সমস্যা হয়তো থাকবে না। তারপরও যারা দলীয় ঐক্যে বিরোধিতা করবে তাদের বিষয়ে কেন্দ্রের পরামর্শে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর