শিরোনাম
শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ ফেনী ও যশোরে নিহত ৩

প্রতিদিন ডেস্ক

বন্দুকযুদ্ধে গতকাল ফেনীর সোনাগাজীতে ২ জন ও যশোরের মণিরামপুরে ১ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, দুই স্থানের নিহতরাই ডাকাত। ফেনী : সোনাগাজীতে অভ্যন্তরীণ কোন্দলে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল রাত ২টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায়  দুজনকে মাটিতে  পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোর : মণিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক কেরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে উপজেলার বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত নুরুল হক মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম জানান, কেশবপুর থানা পুলিশের একটি দল নুরুল হক কেরুকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের ধরতে গভীর রাতে মণিরামপুরে অভিযান পরিচালনা করে। দলটি বেগারিতলা এলাকায় গেলে নুরুল হকের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে নুরুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন নুরুল হককে আটক করে পুলিশে দিয়েছিল।

সর্বশেষ খবর