শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আদালতে হাজির করা হলে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সংঘর্ষে আহত রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার তিনজনই সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল্লাহ হিল কাফী জানান, ওই তিন কিশোরের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বিচারক তাদের কিশোর সংশোধনাগারে রাখার আদেশ দিয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার       বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্র মারাত্মক জখম হয়। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত।

সর্বশেষ খবর