শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
গ্যাসলাইন লিকেজ

হঠাৎ বিস্ফোরণে উত্তরায় আতঙ্ক ও দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড়ে গতকাল বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের গ্যাসলাইন লিকেজ হয়ে প্রচ- বেগে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দিনভর এই এলাকায় গ্যাস লাইনের সংযোগ বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন উত্তরাবাসী। বেলা ১০টা ৫০ মিনিটের এই বিস্ফোরণের পর উত্তরার অধিকাংশ পরিবারে দুপুরের রান্না বন্ধ হয়ে যায়। উত্তরার বাসিন্দারা খাবার খেতে স্থানীয় হোটেল-রেস্টুরেন্টে ভিড় করেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লি.-এর দায়িত্বপ্রাপ্তদের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে সকালে খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশের যান চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা হাউস বিল্ডিং আইডিয়াল প্রোডাক্টের সামনের সড়কে বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজের সময় গ্যাসের পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে উত্তরা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সর্বশেষ খবর