শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

সিলেটে ডাকাতদের সমবায় সমিতি!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পেশায় তারা সবাই ডাকাত। সিলেটের বিভিন্ন জায়গায় ডাকাতি করেন। মূল টার্গেট থাকে প্রবাসীদের বাসাবাড়ি। ডাকাতদের এই দলের সদস্য সংখ্যা ৩০। তবে দেশের অন্যান্য ডাকাত দল থেকে তারা আলাদা। সমবায় ভিত্তিতে চলে তাদের কার্যক্রম। ডাকাতি করে যা আয় করেন তার পুরোটা তারা ভাগাভাগি করেন না। এর একটা অংশ জমা রাখেন। যাতে সদস্য ও তাদের পরিবারের আপদ-বিপদে কাজে লাগাতে পারেন। নিয়মিত তাদের সভা হয়। বৈঠক করেই হয় ডাকাতির পরিকল্পনা। অনেকটা সমবায় সমিতির মতোই চলে তাদের কার্যক্রম। সিলেটে ডাকাতদের এমন এক সমিতির সন্ধান পেয়েছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে জকিগঞ্জ উপজেলার শাহগলি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে কামাল আহমদ ওরফে গুল্লি কামালকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুল্লি কামাল সিলেটে ডাকাতির অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে তারা সদস্য সংগ্রহ করেন। তাদের দলের সদস্য সংখ্যা ৩০। নতুন সদস্য দলে নেওয়ার পর তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়। ডাকাতিতে যাওয়ার সময় দলের প্রত্যেক সদস্য সর্দারের কাছে প্রতিজ্ঞা করেন ধরা পড়লে দলের অন্য ডাকাতদের সম্পর্কে কোনো তথ্য না দেওয়ার। ডাকাত গুল্লি কামাল আরও জানান, ডাকাতির পর তারা লুণ্ঠিত অর্থ ও মালামালের পুরোটা ভাগাভাগি করেন না। তাদের তহবিলে (সমিতিতে) একটা অংশ জমা রাখা হয়। যখন কোনো সদস্য ধরা পড়ে যান তখন তার পরিবারের খরচ ও জেল থেকে বের করে আনার আইনি ব্যয় ওই তহবিল থেকে দেওয়া হয়। এছাড়া ডাকাত সদস্যদের পরিবারে কোনো আর্থিক সমস্যা দেখা দিলেও জমানো তহবিল থেকে সহায়তা করা হয়। গুল্লি কামাল জানান, দলের সদস্যরা তাদের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ কোড ব্যবহার করেন। প্রত্যেক ডাকাত সদস্যের আলাদা কোড নাম্বার রয়েছে। বিশেষ কাজেও বিশেষ কোড নাম্বার ব্যবহার করা হয়। এই কোড তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো সময় শেয়ার করেন না। পুলিশ জানিয়েছে, ওই ডাকাত দলের সদস্যরা বেশ সম্পদশালী। গ্রেফতার হওয়া গুল্লি কামালের নামে-বেনামে কয়েকটি বাড়ি রয়েছে। ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুল্লি কামাল তার দলের ৩০ সদস্যের ব্যাপারে অনেক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন সিলেটের বিভিন্ন জায়গায় তার দলের সদস্যরা ডাকাতি করেছেন। এই চক্রের ব্যাপারে আরও তথ্য জানতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ খবর