রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

চীনের চেয়ে এখন কোরিয়ায় রোগী বেশি, ইরানে আক্রান্ত ২৪৫

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক

চীনের চেয়ে এখন কোরিয়ায় রোগী বেশি, ইরানে আক্রান্ত ২৪৫

নভেল করোনাভাইরাসের উৎস দেশ চীনের চেয়ে এখন তাদের প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের হার বেশি। গতকাল এই ভাইরাসে চীনে ৩৩১ জন এবং কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। ইরানেও আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১ হাজার ৩৫৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। চীনের পর সবচেয়ে বেশি রোগী এখন দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৭ জন। রোগীর সংখ্যা বিচারে এর পর রয়েছে ইতালি (৬৫০), ইরান (২৪৫) ও জাপান (২১০)। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে সৃষ্ট রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬৫২ জন। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৭৮১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি রোগী মারা গেছে ইরানে ২৬ জন। ইতালিতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

সিঙ্গাপুরে আক্রান্ত দুই বাংলাদেশি সুস্থ : সিঙ্গাপুরে কভিড-১৯ রোগে আক্রান্ত দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গতকাল করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের জন্য একটি আনন্দের বিষয় যে সিঙ্গাপুরে কভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজন বাংলাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর আগের দিন আরেকজন বাড়ি ফিরেছিল। যার অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তনীয় অবস্থায় রয়েছেন। বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন।’ বিশ্বব্যাপী কভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দুজনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা স্ক্রিনিং কার্যক্রমটা একইভাবে চালিয়ে যাচ্ছি।’

করোনাভাইরাস সংক্রমণ চলতে থাকলে পদ্মা সেতুর কাজের ক্ষতি : আগামী দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পদ্মা সেতুর কাজের ওপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘এখানে প্রায় ১ হাজারের মতো চীনা কর্মী কাজ করেন। এর মধ্যে ১৫০ জন ছুটিতে গেছেন। তারপরও ২৫তম স্প্যান বসানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এবং যারা ছুটিতে আছেন তারা ফিরে না এলে পদ্মা সেতুর কাজে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে।’

 কিন্তু  তাতেও পদ্মা সেতু কিংবা চট্টগ্রামের কর্ণফুলী টানেলের কাজ বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, ‘যথারীতি কাজ চলবে। পদ্মা সেতুর স্প্যান বসবে। কাজ বন্ধ হবে না।’

সর্বশেষ খবর