রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা
পুলিশ বক্সে বোমা হামলা

আইএসের দায় স্বীকার

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ঢাকায় পুলিশের ওপর সাম্প্রতিক সময়ের বোমা হামলার সঙ্গে চট্টগ্রামের পুলিশ বক্সে হামলার অনেকটা মিল রয়েছে। মামলার তদন্ত-সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রামের পুলিশ বক্সে হামলায় প্রায় একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু, সময় এবং হামলার ধরন দেখে প্রশাসন মনে করছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ নব্য জেএমবির কোনো দল শুক্রবার রাতে পুলিশ বক্সে এ হামলা করেছে। গতকাল রাতে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সিএমপির এক উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক টুইট বার্তায় আইএসের দায় স্বীকার করার কথা উল্লেখ করেছে। বিষয়টি তদন্ত কওে বিস্তারিত জানাতে পারব।’

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক শওকত আলী বলেন, ‘ঢাকায় পুলিশের ওপর হামলার সঙ্গে এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। এ জন্য কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে। এ মামলার তদন্তে ঢাকা কাউন্টার টেররিজম ইউনিট এবং অ্যান্টি টেররিজম ইউনিটের মধ্যে সমন্বয় করা হচ্ছে। এরই মধ্যে তাদের সঙ্গে বৈঠকও করা হয়েছে।’

তিনি বলেন, হামলাকারীরা বিস্ফোরণের অনেক আগেই পুলিশ বক্সে এ বোমা রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ঘণ্টা দেড়েক আগে পুলিশ বক্সের ভেতরে ও বাইরে জটলা তৈরি হয়। এ সময় সুযোগ বুঝে তারা বোমা রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। কে বোমা রেখে গিয়েছে তা জানতে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।

চট্টগ্রাম পুলিশের এক বোমা বিশেযজ্ঞ জানান, শুক্রবার পুলিশ বক্সে বিস্ফোরিত বোমায় খুবই নি¤œমানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এ বোমাটি খুবই অদক্ষ হাতের তৈরি। এ বোমা জিআই পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। তাই এটিকে পাইপ বোমা বলা যেতে পারে। এটি দূরনিয়ন্ত্রিত বোমা, নাকি এতে টাইমিং মেশিন ব্যবহার করা হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ। তবে এ বোমায় টাইমিং মেশিন ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুদ্ধদ্বার বৈঠক : পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার পর রুদ্ধদ্বার বৈঠকে বসেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ঢাকা কাউন্টার টেররিজম ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট, চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘ঢাকার বোমা হামলার সঙ্গে চট্টগ্রামের পুলিশ বক্স হামলার যে মিল রয়েছে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে।’

মামলার প্রস্তুতি : পুলিশ বক্সে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে করা হচ্ছে এ মামলা। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হচ্ছে। পাঁচলাইশ থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করবে।’ প্রসঙ্গত, শুক্রবার রাতে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার জন্য উগ্রবাদী কোনো সংগঠনের দিকে সন্দেহের তীর ছুড়ছে পুলিশ। যদিও এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর