রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ছিনতাইকারীর হেঁচকা টান, পড়ে গিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় ব্যাগ ছিনতাইয়ের সময়ে হেঁচকা টানে রিকশা থেকে পড়ে গিয়ে তারিনা বেগম লিপা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই সময় তার ছেলেও রিকশায় ছিল। গতকাল ভোরে মুগদা স্টেডিয়ামের কাছে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত লিপার স্বামীর নাম গোলাম কিবরিয়া। ওই দম্পতির শাহরিয়ার রিংকি ফাহাদ (১৬) ও তামিসা বিনতে কিবরিয়া (৬) নামে দুই সন্তান রয়েছে। লিপা সিলেট সদর থানার ৮০/১ গাশিটোলা মোল্লাপাড়ার ডি ব্লকে পরিবারসহ থাকতেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ছিনতাইবিরোধী অভিযানের ভিতরই ছিনতাইয়ের শিকার হয়ে লিপা মারা যান। ডিবি অবশ্য বেশ কয়েকটি চাঞ্চল্যকর ছিনতাই ও ছিনতাইকালে হত্যার মতো ঘটনার পর শুক্রবার টানা অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে। নিহত লিপার বিষয়ে ডিবি বলছে, ‘দ্রুতই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’ নিহত লিপার স্বামী গোলাম কিবরিয়া বলেন, ‘বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ায় মন ফ্রেশ করতে স্ত্রী-সন্তানসহ সিলেট থেকে রাজধানীতে বেড়াতে এসেছিলাম। ফেরার পথে ছিনতাইকারীরা লিপার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে লিপা আমাদের ছেড়ে চলে গেল। ছিনতাইকারী রিকশা দাঁড় করিয়ে ব্যাগ নিয়ে যেত, অথবা ব্যাগটা ছেড়ে দেওয়ার সুযোগ দিত। তা না করে মেরে ফেলল কেন! ওই ব্যাগে তো তেমন কিছুই ছিল না। চাইলে ও (লিপা) এমনিতেই দিয়ে দিত।’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসব কথা বলছিলেন আর আহাজারি করছিলেন লিপার স্বামী কিবরিয়া। নিহত লিপার চাচাতো ভাই মোস্তফা বিন ফরহাদ বলেন, ‘লিপার ছেলে ফাহাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সাবজেকটিভ পরীক্ষা শেষে ২৪ ফেব্রুয়ারি পরিবারসহ তারা রাজধানীর দক্ষিণ রাজারবাগে লিপার মামা আবু তাহের ইয়াসিনের বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে আবার ফরিদপুরে আমার বাড়িতে যান। শুক্রবার ফরিদপুর থেকে আমিসহ ওরা ঢাকায় আসেন। আগামী ৩ মার্চ ফাহাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকায় আজ (গতকাল) তাদের সিলেটে ফিরে যাওয়ার কথা ছিল। এ জন্য কমলাপুরে ট্রেনের ভোর সাড়ে ৬টার টিকিটও কেটে রেখেছিলেন তারা। গতকাল ভোরে আমি নিজেই দক্ষিণ রাজারবাগের বাসার সামনে থেকে লিপাদের রিকশায় উঠিয়ে দেই। একটি রিকশায় ছিলেন লিপার স্বামী ও মেয়ে তামিসা, আরেকটি রিকশায় ছিলেন লিপা ও ছেলে ফাহাদ। তাদের রিকশায় উঠিয়ে দিয়েই তিনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই ফাহাদ ফোন দিয়ে জানায়, তার মাকে ছিনতাইকারীরা ব্যাগ টান দিয়ে ফেলে দিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমরা যাই। পরে লিপাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ লিপার স্বামী গোলাম কিবরিয়া বলেন, ‘রিকশা নিয়ে মুগদা স্টেডিয়ামের কাছে গেলে দু-তিনজন ছিনতাইকারী লিপার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে যায় লিপা। এতে তার মাথা ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ব্যাগে দুই হাজার টাকা আর ছোট একটা মোবাইল ছিল। ছিনতাইকারীরা আমার পরিবারটি তছনছ করে দিল। আমার স্ত্রীকে কেড়ে নিল। ওদের বিচার চাই।’ মুগদা থানার এসআই আলী আহমেদ জানান, চলন্ত রিকশায় পেছন দিক থেকে প্রাইভেটকারযোগে আসা ছিনতাইকারী লিপার ব্যাগ ধরে টান দেয়। এতে নিচে পড়ে মাথায় প্রচ- আঘাতের কারণে তার মৃত্যু হয়। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর