রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

অনুমতি না মেলায় সমাবেশ করতে পারেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল দুপুরের পূর্ব ঘোষিত সমাবেশ করতে পারেনি বিএনপি। এর প্রতিবাদে আজ ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। একই সঙ্গে বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরসহ সারা দেশে মানববন্ধনের আলাদা কর্মসূচি  ঘোষণা করেছে দলটি। সকাল ১০টার আগেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে তিন স্তরে ব্যারিকেড  তৈরি করে পুলিশ। ফুটপাথ দিয়েও সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশেই রাখা হয় রায়টকার, জল কামান, প্রিজন ভ্যান ও কয়েকটি মাইক্রোবাস। এ সময় সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। বেলা ২টায় বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই দুই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে আজকে (শনিবার) ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশের জন্য আমরা পুলিশের কাছে অনুমতি  চেয়ে চিঠি দিয়েছি। তারা  কোনো জবাব দেয়নি। সকাল থেকে অফিসের সামনে পুলিশ অবস্থান নিয়ে অবরুদ্ধ করে  রেখেছে। নেতা-কর্মী কাউকে ঢুকতে দিচ্ছে না। পুলিশের বাঁধার প্রতিবাদে আজ ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রিজভী বলেন, বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরীসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় এই মানববন্ধন কর্মসূচি হবে জাতীয়  প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায়  চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয়  নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির  হোসেন, কৃষক দলের সদস্যসচিব হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর