রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাত এসএসসি পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২

প্রতিদিন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষা শেষে নেত্রকোনায় পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষার্থী নিহত হয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকউরগড়া ইউনিয়নের শান্তিপুরে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : এসএসসি ও সমমান পরীক্ষা শেষে নেত্রকোনায় পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৌরীপুরের সাত শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল জেলার দুর্গাপুর উপজেলার কাকউরগড়া ইউনিয়নের শান্তিপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন এবং পরে আরও পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত চারজনের নাম জানা গেছে। এরা হলেন জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের সোলেমান (২৬), জারিয়া গ্রামের স্বপন (২৮), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের এখলাছুর রহমান (২৮) ও রাজন (২৬)। জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদ্য সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চবিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনালের ৪৬ জন পরীক্ষার্থী নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে যায়।

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর দেবীশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাবের আলী ওরফে আক্কাস (৪০), স্ত্রী হাসনারা (৩৫), মেয়ে স্কুলছাত্রী মুসফেরা (৮), ছেলে আদিব আল হাসান (৪ মাস), গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০) ও মেহেরচ-ী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা প্রাইভেটকারটি ভাড়া করে রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ীর সাহাব্দীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

কুমিল্লা : দাউদকান্দিতে ব্যবসায়ী সমিতির পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পথচারী দাউদকান্দি উপজেলার চান্দরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শহীদ মোল্লা, বাসযাত্রী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলমের ছেলে শফিকুল ইসলাম ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাঁঠালতলী এলাকার আবু তাহেরের ছেলে রমজান আলী।

মৌলভীবাজার : মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুহাইউনি চা-বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাইফুল (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সাইফুল কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানিতে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহাইউনি চা-বাগানে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম : জেলার নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশিদ সরকার (২২) নামে এক যুবক নিহত এবং অপর আরোহী আহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক সড়কের উত্তর ব্যাপারীহাট বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ সরকার নাগেশ্বরী পৌরসভার উত্তর বকশির খামার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

দিনাজপুর : বিরামপুর-হাকিমপুর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি ফেরার পথে পিকনিক বাসে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম নামে এজন নিহত হয়েছেন। এতে তার স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিরামপুরে কাজ শেষে শুক্রবার রাতে মোটরসাইকেলে ওই দম্পতি নিজ বাড়ি হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে যাচ্ছিলেন। নিহত মমিনুল হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশে কর্মরত ছিলেন।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার হাসান আলী। গতকাল দুপুরে উপজেলার রামনাথপুর ইউপির মিরাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর