সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরায় পর্দা নামল এশিয়া ফার্মা এক্সপোর

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় পর্দা নামল এশিয়া ফার্মা এক্সপোর

সাড়া জাগিয়ে শেষ হলো ১২তম এশিয়া ফার্মা এক্সপো। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ওষুধ শিল্পের বৃহত্তম এ প্রদর্শনী ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে ওষুধ শিল্পের উদ্যোক্তাদের মধ্যে। ওষুধ তৈরির আধুনিক প্রযুক্তি, মেশিনারি ও কাঁচামালের খোঁজে গতকাল শেষ দিনেও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিড় জমান মেলায়। একই ছাদের নিচে বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারতসহ ১৮টি দেশের সর্বাধুনিক ওষুধ পণ্য ও প্রযুক্তির সমাহার হওয়ায় মেলায় দেশের বাইরে থেকেও আসেন অনেক দর্শনার্থী। শুধু অভিজ্ঞতা অর্জনই নয়, অনেকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও পণ্য ক্রয়ে দ্বিপক্ষীয় চুক্তিও করেন। ?দেশীয় উদ্যোক্তাদের কাছে ওষুধ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড, অ্যালিয়েন্ট লিমিটেড ও ইইপিসি ইন্ডিয়া যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। বিশ্বের ১৮টি দেশের ওষুধ শিল্পের সঙ্গে জড়িত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়। তুলে ধরা হয় ওষুধ তৈরির কাঁচামাল, স্বয়ংক্রিয় ট্যাবলেট কোটিং মেশিন, ল্যাব সরঞ্জামসহ ওষুধ শিল্পের আধুনিক নানা প্রযুক্তি ও মেশিনারি।

সর্বশেষ খবর