সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

শহীদ মিনারে জাতীয় পথনাট্যোৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শহীদ মিনারে জাতীয় পথনাট্যোৎসব শুরু

‘যুদ্ধ মাসে কেটেছে আঁধার, ছড়িয়ে দাও শিল্পের অধিকার’ প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোৎসব-২০২০। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে উপজীব্য করে সারা দেশে নাটক ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। গতকাল বিকালে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সহ-সভাপতি ঝুনা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। শুভেচ্ছা বক্তৃতা করেন উৎসব আহ্বায়ক মিজানুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের কার্যনির্বাহী সদস্য হামিদুর রহমান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর শিল্পীরা পরিবেশন করেন গণসংগীত। দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল ‘স্পন্দন’। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অপেরা নাট্যদল পরিবেশন করে পথনাটক ‘ভাসা ভাসা ভাষার কথা’, ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশন করে পথনাটক ‘ভাস্কর্য’, ভিষণ থিয়েটার পরিবেশন করে ‘প্রতিপক্ষ’ এবং বাঙলা নাট্যদল পরিবেশন করে পথনাটক ‘বৃত্ত’। সাত দিনের এ উৎসবে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হবে ৩৮টি পথনাটক। ঐতিহাসিক ৭ মার্চ শেষ হবে সপ্তাহব্যাপী এই পথনাট্যোৎসব।

সর্বশেষ খবর