সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

দলের ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করেছি

সাদেক কুরাইশী, সভাপতি জেলা আওয়ামী লীগ

দলের ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করেছি

জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, ‘২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর আমাদের নেতা-কর্মীরা যখন ঘরবাড়ি ছাড়া তখন আমি নেতা-কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। চিকিৎসার ব্যবস্থা করেছি। জেল থেকে মুক্ত করতে কাজ করেছি। প্রধানমন্ত্রী আমাকে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব দিয়েছেন। এরপর থেকে জেলার প্রতিটি ইউনিয়নে সভা-সমাবেশ, মতবিনিময়ের মাধ্যমে দলীয় ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং নেতা-কর্মীদের চাঙ্গা করার কাজ অব্যাহত রেখেছি। এই সরকারের আমলে জেলার গ্রাম-গঞ্জ শহরের আনাচে-কানাচে সব রাস্তাঘাট পাকাকরণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন অতীতে করেছেন আশা করি ভবিষ্যতেও করবেন।’ কুরাইশী আরও বলেন, বেশ কয়েক বছর ধরে সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ এবার চমক দেখাচ্ছে ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও। সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’ তালিকায় সবচেয়ে উন্নতি করা ২০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। অতি সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের মানব উন্নয়ন সূচকেও (এইচডিআই) এগিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ খবর