মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

নেদারল্যান্ডসের টিউলিপ ফুটেছে গাজীপুরে

মোস্তফা কাজল, গাজীপুর থেকে ফিরে

নেদারল্যান্ডসের টিউলিপ ফুটেছে গাজীপুরে

নেদারল্যান্ডসের নান্দনিক ফুল টিউলিপ প্রথম ফুটেছে রাজধানীর উপকণ্ঠে গাজীপুরে। দৃষ্টিনন্দন এই টিউলিপ ফুলের বাগান দেখতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে। টিউলিপ ফুল চাষে দেশে নতুন সম্ভাবনার দ্বার খুলল নতুন। নেদারল্যান্ডস থেকে চার রঙের টিউলিপ চারা এনে চাষ শুরু করেন গাজীপুরের দেলোয়ার হোসেন। রোপণের ২০-২২ দিন পর ফুটে টিউলিপ ফুল। এ ফুল সাধারণত শীত প্রধানত অঞ্চলের। ছয় ঋতুর এ দেশে টিউলিপ চাষ এত দিন দুরূহ ব্যাপার ছিল। কিন্তু গাজীপুরের শ্রীপুরের ফুলচাষি দেলোয়ার হোসেন সেই দুরূহ কাজটি করেছেন। ফুল চাষি দেলোয়ার ২০১৯ সালের নভেম্বর মাসে তার বাগানে ১ হাজার টিউলিপের চারা বপন করেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে টিউলিপ ফুল ফোটা শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল মুঈদ বলেন, টিউলিপ চাষ দেশেই সফলভাবে করা সম্ভব। বাংলাদেশের মাটিতে টিউলিপ ফুল ফোটা এটিই প্রথম। নেদারল্যান্ডসে টিউলিপ ফুলের ব্যাপক আবাদ হয়। দেশটিতে প্রতি বছর পালন করা হয় টিউলিপ উৎসব। শখের বসে প্রায় ১৫/১৬ বছর আগে ফুল চাষে ঝুঁকে পড়েন দেলোয়ার। এখন তার ফুলের ৩টি বাগান আছে। দেলোয়ার জানান, নেদারল্যান্ডসের রয়েল বেলজেস্টেন থেকে তিনি ১ হাজার টিউলিপের চারা উপহার পান। এরপর চারাগুলো বাগানে রোপণ করেন। ৪০ দিন পর টিউলিপ ফুল ফোটা শুরু হয়। ইতিমধ্যে প্রায় ৯৫ শতাংশ গাছে ফুল ফুটেছে। টিউলিপ ফুল চাষে সাধারণত ৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এ বছর আমাদের দেশের তাপমাত্রা ছিল ১১ থেকে ৩০ ডিগ্রি  সেলসিয়াস। তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত থেকে আনা একটি নেট চাষ করা টিউলিপ ফুল গাছের ওপর ব্যবহার করেছি। ওই নেট ৪/৫ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা কমাতে সক্ষম হয়েছে। আমাদেও দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদার কথা চিন্তা করেই বিভিন্ন বিদেশি ফুল দিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। টিউলিপ ফুল চাষ করে সফলতা পেয়ে তিনি খুশি। কয়েক দিন আগে তার বাগান কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মুঈদ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার আব্দুস সাত্তার পরিদর্শন করেছেন। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাহবুব আলম জানান, টিউলিপ সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফুল। ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ শুরু করেছেন।

সর্বশেষ খবর