বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঐতিহ্যের পিঠা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

ঐতিহ্যের পিঠা উৎসব

আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ পিঠাপুলি। শীত এলেই পিঠাপুলির মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে অনন্য এক ভালো লাগার পরিবেশ সৃষ্টি হয়। নতুন ধানের পিঠার স্বাদ ও এর ঐতিহ্য নাগরিক জীবনে প্রায় বিলুপ্তির পথে। নাগরিক জীবনে আবহমান বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরতেই পিঠা উৎসবের আয়োজন করে থাকে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। বরাবরের মতো এবারও শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে নানা রকমের পিঠার সমাহার নিয়ে সাজানো হয়েছিল ১০ দিনের এই উৎসব। বাহারি স্বাদের ডিজাইনের পিঠার সৌন্দর্যে মুখরিত ছিল শিল্পকলা একাডেমি। গ্রামীণ এই ঐতিহ্যের সঙ্গী হতে ও এর স্বাদ নিতে প্রতিদিনই  শিল্পকলা একাডেমিতে ভিড় জমিয়েছেন পিঠারসিকরা। রাজধানীর বাসিন্দাদের নানা ধরনের পিঠার স্বাদ দিয়ে আরও এক বছরের অপেক্ষায় রেখে গতকাল শেষ হলো ১০ দিনের এই পিঠা উৎসব। পিঠাশিল্পীদের পুরস্কার প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ছিল উৎসবের সমাপনী আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় সমাপনী দিনের আনুষ্ঠানিকতা। এরপর অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের শিল্পীরা। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

শহীদ মিনারে পথনাটক উৎসব : উত্তাল মার্চের দিনগুলো স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সপ্তাহব্যাপী জাতীয় পথনাটক উৎসব ২০২০। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে এবারের উৎসবটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। গতকাল ছিল পথনাটক পরিষদ আয়োজিত চলমান এ উৎসবের তৃতীয় দিন। ‘যুদ্ধ মাসে কেটেছে আঁধার ছড়িয়ে দাও শিল্পের অধিকার’ প্রতিপাদ্যে উৎসবের এদিন গাজীপুরের মুক্তমঞ্চ নাট্যদল পরিবেশন করে পথনাটক ‘বৌ’, একই জেলার নাটকের দল নাট্যভূমি পরিবেশন করে ‘অতঃপর মুলতবি’, ঢাকার দ্যাশ বাঙলা থিয়েটার পরিবেশন করে ‘সোনাহারের সোনা মিয়া’, থিয়েটার আর্ট ইউনিট পরিবেশন করে ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, কথক থিয়েটার পরিবেশন করে ‘ভ্রƒণ’ ও নাট্যবেদ পরিবেশন করে পথনাটক ‘জলদস্যু ও একজন জলধর’। ৭ মার্চ শেষ হবে সাত দিনের এই উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর