বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

১৭০০ কোটি টাকা বিনিয়োগ ঘোষণা

ঢাকায় কোকাকোলার চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

কোমল পানীয় তৈরি প্রতিষ্ঠান কোকাকোলার চেয়ারম্যান জেমস কোয়েনসি ঢাকায় এসেছেন। প্রথমবারের মতো কোকাকোলার কোনো শীর্ষ নির্বাহী বাংলাদেশে এসেছেন। তিনি রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশে  ১ হাজার ৭০০ কোটি টাকার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। ঢাকায় আসার কিছুক্ষণ পরই গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর তিনি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। কোয়েনসি জানান, গত পাঁচ বছরে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে কোকাকোলা। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ১ হাজার ৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোকাকোলার। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের এক লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। কোয়েনসি বলেন, আমাদের বিশ্বাস, আমাদের ব্যবসা ঠিক ততটুকু টেকসই, যতটুকু আমাদের জনসমাজ পারিপার্শ্বিক পরিম ল টেকসই। যার মানে আমাদের ব্যবসার টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন আমাদের চারপাশের জনসমাজ ও মানবসমাজের উন্নয়ন সম্ভব হবে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে বাংলাদেশের গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরির লক্ষ্যে ‘উইমেন বিজনেস সেন্টার’ (ডব্লিউবিসি) প্রকল্প চালুর মাধ্যমে ৫ বাই ২০ (ফাইভ বাই টুয়েন্টি) কর্মসূচির সূচনা ঘটায় কোকাকোলা বাংলাদেশ। কেন্দ্র-উপকেন্দ্র মিলিয়ে এখন পর্যন্ত ২০৪টি উইমেন বিজনেস সেন্টার পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে ৭০ হাজার নারী ইতিমধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। চলতি বছরের মধ্যে এক লাখেরও বেশি নারী ও তাদের পরিবার এই ডব্লিউবিসির সুবিধা ভোগ করবেন। বর্তমানে জামালপুর, খুলনা ও বাগেরহাট জেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে।

সর্বশেষ খবর