বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
খাগড়াছড়িতে সংঘর্ষ

চারজনের লাশ হস্তান্তর

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত একই পরিবারের তিনজনসহ চারজনের লাশ কড়া নিরাপত্তা ব্যবস্থায় নামাজে জানাজার পর দাফন করা হয়েছে। এর আগে সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে গতকাল সকালে স্বজনদের কাছে লাশ হন্তর করেন মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া। এর আগে সকাল সোয়া ৮টার দিকে চারজনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গাজীনগর পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। চারজনের লাশ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। লাশ দেখতে শত শত মানুষ জড়ো হন নিহতদের বাড়িতে। আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয় মাঠে প্রথম নামাজের জানাজা পড়ে সকাল ১০টায় ইসলামপুর জামে মসজিদ মাঠে নিহতদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বটতলী কবরস্থানে মো. মফিজ মিয়াকে এবং ইসলামপুর কবরস্থানে সাহাব মিয়া ও তার দুই ছেলে আকবর আলী ও আহাম্মদ আলীকে দাফন করা হয়। এর আগে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বাসন্ডা গ্রামের বাড়িতে পাঠানো হয় নিহত বিজিবি সদস্য মো. শাওন খানের মরদেহ। উল্লেখ্য, মঙ্গলবার নিজের বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। এদিকে হতহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। শাওনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : বরগুনা প্রতিনিধি জানান, মঙ্গলবার খাগড়াছড়িতে প্রথম জানাজা নামাজ শেষে গতকাল ভোর সাড়ে ৬টায় বিজিবি সদস্য শাওনের লাশ গ্রামের বাড়িতে আনা হয়। পরে খুলনা থেকে আগত ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর