বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

নকল কসমেটিকসের আরেক কারখানা

নিজস্ব প্রতিবেদক

নকল কসমেটিকসের আরেক কারখানা

রাজধানীর পুরান ঢাকার একটি কারখানায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে আইন-প্রয়োগকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ওই কারখানায় ভারতের ভিট, পাকিস্তানের গোরি ক্রিম, নিষিদ্ধ পলিথিন ও নকল প্রসাধন সামগ্রী তৈরি হয়।

গতকাল রাত সোয়া ৯টায় শুরু করা এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। চকবাজারের দেবীদাশ ঘাটের মাউরা বাড়ি হিসেবে পরিচিত জনৈক ইউসুফের বাড়ির দ্বিতীয় তলায় থাকা কারখানাটিতে অভিযানটি পরিচালনা করা হয়।

গভীররাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, চকবাজারের দেবীদাশ ঘাটের একটি বাড়িতে কারখানা করে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছিল। এগুলো ব্যবহারে মানুষ চর্মসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি এটি একটি প্রতারণা। অভিযান এখনো চলছে, শেষে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর