শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে দুই আইটি প্রকৌশলী নিখোঁজ

রিবাত টিমনেট ও আরজু চাকরি করেন সিনেসিস নামে প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান থেকে দুই আইটি প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। তারা হলেন- আসিফ ইবতেহাজ রিবাত (২৮) ও আশফাকুর রহমান আরজু (২৫)।

তাদের মধ্যে রিবাত মহাখালী ডিওএইচএসের টিমনেট নামে একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর আরজু চাকরি করেন কারওয়ান বাজারের সিনেসিস আইটি নামে একটি প্রতিষ্ঠানে। এ ঘটনায় গত ৪ মার্চ তাদের বন্ধু ইয়াছির আরাফাত গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (নম্বর-২৮০)। ইয়াছির আরাফাত জানান, তিনি এবং রিবাত গত ৩ মার্চ রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন। প্রথমে তারা বাসে করে বারিধারা নতুনবাজার এসে নামেন। এরপর রিকশা নিয়ে হাতিরঝিল পুলিশ প্লাজায় আসেন। রাস্তা পার হলে নিকেতনের ১ নম্বর সড়কেই ছিল রিবাতের বাসা। তবে আরাফাতের বাসা মোহাম্মদপুরে। সেদিন তিনি রিবাতের বাসায় রাত থেকে পরদিন নিজ অফিসে যাওয়ার পরিকল্পনা করেন। রিকশা থেকে নামার পরই রিবাত তাকে বলে- ‘তুই বাসায় যা, আমি একটু পরে আসতেছি’।

পরে রিবাতের বাসায় গিয়ে দেখেন সেখানে আরজু বিছানার ওপরে শোয়া। এরপর আরাফাত নিজের কিছু কাজ করার জন্য রিবাতের ল্যাপটপ হাতে নেন। পাসওয়ার্ড জানা না থাকায় রিবাতকে ফোন দেন। রিবাত ফোন ধরার পর বলে- ‘তুই আরজুর সঙ্গে কথা বল’। এ কথা বলে পাসওয়ার্ড জানিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তিনি দেখেন যে- আরজুও যেন কোথায় চলে গেছে। রাত গভীর হলে রিবাত-আরজু কেউই বাসায় না আসাতে আরাফাতসহ বাসার আরও কয়েকজন আরজুকে একাধিকবার ফোন দিতে থাকেন। অনেক ফোনের এক পর্যায়ে আরজু ফোন ধরে বলে- ‘আমি পরে কথা বলতেছি’। এরপর থেকে আরজু আর রিবাতের ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল পর্যন্ত তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইয়াছির আরাফাত।

সর্বশেষ খবর