শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্যামাসুন্দরী খালের ১৭০ দখলদার উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল পুনঃখনন ও সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল থেকে ১৭০ জনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রংপুর নগরীর ধাপ চেকপোস্ট থেকে এই অভিযান শুরু হয়।

নগরীর জলাবদ্ধতা দূর করতে রংপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও ডিমলার রাজা জানকী বল্লভ সেন ১৮৯০ সালে তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর নামে খালটি পুনঃখনন করেন। এই খালটির পূর্বের নাম ছিল ঘোষ খাল। এটি ঘাঘট নদী থেকে শুরু করে ধাপ পাশারীপাড়া, কেরানীপাড়া, মুন্সিপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটোল, তেঁতুলতলা, নূরপুর, বৈরাগীপাড়া হয়ে মাহিগঞ্জের মরা ঘাঘটের সঙ্গে যুক্ত হয়। দীর্ঘদিন থেকে সংস্কার না করায় খালটি নাব্য হারিয়ে ফেলে।

সর্বশেষ খবর