শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে  জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক কুষ্টিয়া শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল বেলা আড়াইটার দিকে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এর আগে বুধবার দিবাগত রাত ৪টার দিকে শহরের নারকেল তলা এলাকার তার শ্বশুর মতিয়ার রহমান মতির বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।  মোমিজকে গ্রেফতারের আগে বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার মির্জাপুর গ্রামের আজের আলীর ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিধারী রবি রহমান, শিমুল আহমেদ, মোমিজ রহমান, শেখ নাঈম এবং সাপ্তাহিক ভোরের আলো নামক পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮র দ:বি: ২৪/২৫/২৯/৩১/৩৫ধারায় অভিযোগ এনে মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার পরিদর্শক আবদুল আলীম জানান, মাননীয় সংসদ সদস্যের নামে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার ৫ আসামির মধ্যে ৩ নম্বর আসামি মোমিজ রহমানকে গ্রেফতার করে কুষ্টিয়া অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তরিকুল ইসলাম মানিক বলেন, মোমিনুর রহমান মোমিজ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের সদস্য হন। সর্বশেষ প্রস্তাবিত নতুন কমিটিতে সদস্য হিসেবে তার নাম দেওয়া আছে, সেই নতুন কমিটি এখনো অনুমোদিত হয়ে আসেনি।

সর্বশেষ খবর