শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

তুরস্কের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

প্রতিদিন ডেস্ক

তুরস্কের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

সিরিয়ায় তুরস্কের অভিযান নিয়ে এক এমপির কঠোর সমালোচনার পর তুর্কি পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলের এমপিদের মধ্যে তুমুল হাতাহাতি হয়েছে। এ সময় চিৎকার চেঁচামেচির মধ্যে কয়েকজন এমপি ডেস্কের ওপর উঠে প্রতিপক্ষের দিকে ঘুসিও ছুড়েছেন। সূত্র : আল-জাজিরা।

ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হাতাহাতির সময় কয়েকজন এমপি মাটিতে পড়ে যান। আইনপ্রণেতাদের অনেকে আবার  মারামারি থামাতেও ব্যস্ত ছিলেন। স্থানীয় সময় বুধবার বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির এমপি (সিএইচপি) এনগিন ওজকসের বক্তৃতার সময় এ হাতাহাতির ঘটনা ঘটে। ওজকস এর আগে টুইটারে ও সংবাদ সম্মেলনে সিরিয়ায় তুরস্কের সেনা অভিযান নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এরদোগান ‘বেইমান, ইতর, নীচ ও বিশ্বাসঘাতক’। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে সিরিয়ায় নিহত তুর্কি সেনাদের অসম্মান করারও অভিযোগ এনেছিলেন। তুর্কি পার্লামেন্টের স্পিকার মুস্তাফা সেন্তোপ সিএইচপির এমপি ওজকসের মন্তব্যের সমালোচনা করেন। বিরোধী এ এমপি ‘প্রেসিডেন্টকে অপমান করেছেন কিনা’ সরকারি আইনজীবীরা তা খতিয়ে দেখছেন বলেও তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

সর্বশেষ খবর