শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

আজ জয়বাংলা কনসার্টে মঞ্চ মাতাবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ হচ্ছে জয় বাংলা কনসার্ট। আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট শুরু হবে দুপুর ১টা থেকে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে মঞ্চ মাতাবে ১১ দল। আর্মি স্টেডিয়ামের দরজা খোলা হবে সকাল ১০টায়। মুজিববর্ষে এবার ভিন্নমাত্রা যোগ করছে জয় বাংলা কনসার্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ষষ্ঠবারের মতো হতে চলা এই কনসার্ট শুরু হবে জাতীয় সংগীতের মাধ্যমে।

প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের কনসার্টে থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি। কনসার্ট মাতাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঁচ ব্যান্ড দল। তাদের পর একে একে মঞ্চ মাতাবে এফ মাইনর, মিনার, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড ও চিরকুট। ব্যান্ড দলগুলোর গানের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ঐতিহাসিক উক্তি দিয়ে সাজানো হয়েছে পুরো কনসার্ট।

সর্বশেষ খবর