শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঢাকাসহ সারা দেশে ইসলামী দলগুলোর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের ওপর হত্যা-নির্যাতন ও মসজিদসহ বাড়িঘরে হামলার প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ইসলামী দলগুলো জুমার নামাজ শেষে এ কর্মসূচি পালন করে। এ ছাড়া যশোরে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ করেছে। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল শুরু করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, মুসলিম লীগ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন এতে নেতৃত্ব দেয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এ সময় বলেন, ‘আগামী ১২ মার্চ বাদ আসর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেব না।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আগামী ১৩ মার্চ সারা দেশে প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, ‘এনআরসিকে কেন্দ্র করে দিল্লির সহিংসতার জন্য বাংলাদেশ-ভারত সুসম্পর্ক নষ্ট যাতে না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর- রাজশাহী : রাজশাহীতে বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে মোদিবিরোধী  বিক্ষোভ-সমাবেশ হয়েছে। নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সময় নগরীর সোনাদীঘি জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে তৌহিদি জনতা। মিছিল শেষে সাহেববাজার জিরোপয়েন্টে তারা সমাবেশ করে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। জুমার নামাজের পর স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। দিনাজপুর : দিনাজপুরে বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে। জয়পুরহাট : জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখা শহরের কেন্দ্রীয়  মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। জুমার নামাজ শেষে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে উপজেলার ফান্দাউক দরবার শরিফ থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে নাসিরনগর-ফান্দাউক সড়কের সামনে মানববন্ধন করা হয়। লক্ষ্মীপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে বাদ জুমা শহরের দক্ষিণ তেমুহনী মারকাজ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। যশোর : যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। গতকাল দুপুরে শহরের ভোলাট্যাংক রোডের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। বগুড়া : বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে। বগুড়ার কেন্দ্রীয় বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতমাথায় প্রতিবাদ সভা করা হয়। ঠাকুরগাঁও : ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। এ মিছিল পৌর মিলনায়তন চত্বর থেকে বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় চৌরাস্তায়। জামালপুর : জামালপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা। বিকালে শহরের পিটিআই এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম : জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সময় নগরীর ওয়াসা মোড় এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, নগরীর অক্সিজেন এলাকায় বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বিকালে আন্দরকিল্লাহ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ, মুসল্লি পরিষদসহ বেশ কিছু সংগঠন। বরিশাল : বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকালে তারা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ করে। এ সময় মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, রংপুর, সিলেট, সিরাজগঞ্জ, নাটোরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

সর্বশেষ খবর