রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনার প্রভাব মোকাবিলায় যা করণীয়

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মানুষের চেয়ে দ্রুতগতিতে ব্যবসা ও চাকরির মৃত্যু ঘটাচ্ছে। আমরা এক নতুন বিশ্ব মন্দা দেখতে যাচ্ছি। আগামী নভেম্বর পর্যন্ত এ সংকট বিশ্ব অর্থনীতিকে ভোগাতে পারে। তবে নিশ্চিতভাবেই একদিন সংকটের সমাধান হবে। সংকটে শুধু মানুষকে ভুগতে হবে তা কিন্তু নয়। চ্যালেঞ্জিং এ পরিস্থিতি আমাদের জন্য নতুন কিছু শিক্ষা নিয়ে আসবে। এই শিক্ষা কোনো স্কুল বা কলেজ থেকে পাওয়া সম্ভব নয়। শুধু সংকটকালীন ও  মোকাবিলার প্রক্রিয়াই আমাদের এ শিক্ষার সুযোগ করে দিচ্ছে। পরিস্থিতি অনুসারে, করোনায় ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়ে আসবে। পর্যটন শিল্প প্রায় ডুবে যাবে। নষ্ট হবে মজুদ থাকা মালামাল। কষ্টসাধ্য হবে নতুন চাকরি খুঁজে পাওয়া। কমে আসবে সম্পত্তির দাম। চীনা পণ্যে চাহিদা কমলে ভুগতে থাকবে বিশ্ববাণিজ্য। এই উত্তাল সময়ে হাল ধরতে প্রয়োজন সাহসিকতার। মনে রাখতে হবে খারাপ সময় একসময়ে শেষ হবে, সে পর্যন্ত লড়াই করা শিখতে হবে। সংকট শেষে আগের অবস্থায় ফিরতে মাত্র ১-২ বছরের প্রয়োজন হবে।

এখন চারদিকে চলছে আতঙ্ক। বিশ্বমন্দার এই সময়ে শারীরিকভাবে সুস্থ থাকার চেয়ে  বেশি প্রয়োজন মানসিকভাবে সুস্থ থাকা। এ সময়ে প্রয়োজন শান্ত থেকে প্রতিদিনের কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়া। এর মাধ্যমে সমস্যার গঠনমূলক সমাধান বের করা সম্ভব হবে। পরস্পর পরস্পরের রোগমুক্ত থাকা নিশ্চিত করতে পারলেই সবার নিরাপদ থাকা সম্ভব। সবাই সমন্বিতভাবে জাতির স্বাস্থ্যগত ও আর্থিক সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে। যাতনা অনেক সময়ই মানুষকে একত্রিত করে। এর মাধ্যমে কীভাবে ভালো কাজ করা যায় তা একে অপরের কাছ থেকে শেখা সম্ভব হবে। সংকটে কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে এবং করতে পারে আত্মহত্যা। তাদের আত্মিক ও মানসিক দুই ধরনের সমর্থন প্রয়োজন।  খোঁজখরব নিয়ে তাদের কাছে পৌঁছতে হবে। তারা হতে পারে আত্মীয়, বন্ধু অথবা একেবারেই অপরিচিত কেউ। অন্যকে ভালোবাসা দেওয়ার মাধ্যমে শরীরে যে শিহরণ আনতে পারে তা শেখাবে সহানূভূতির এই প্রক্রিয়া। যখন সংকট তীব্রতর হবে তখন মানসিক দৃঢ়তা বাড়িয়ে তা মোকাবিলা করতে হবে। একবার সংকট মোকাবিলা করতে পারলেই আগের চেয়ে শক্ত ও দৃঢ় হওয়া যাবে। বাণিজ্যের বর্তমান বাজার ক্ষতিগ্রস্ত হলে নতুন বাজার প্রয়োজনে নতুন ব্যবসা খুঁজতে হবে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ৪ বিলিয়ন স্বল্প আয়ের মানুষের আকর্ষণীয় বাজার রয়েছে। এর মধ্যে নতুন বাজার খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব। স্বাভাবিক  পরিস্থিতি ফেরত এলেই কেবলমাত্র চলমান সাধারণ জীবনের মর্যাদা উপলব্ধি করা সম্ভব হবে। তখন সংকটে সাহায্য করা মানুষগুলোর সঙ্গে প্রতিটি মুহূর্তকে আকর্ষণীয় করতে নানা উপায়ে উদযাপন করা সম্ভব হবে।

সর্বশেষ খবর