রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

সঠিক জায়গায় সঠিক মানুষ থাকা উচিত

-ফরহাদ হোসেন, সভাপতি জেলা আওয়ামী লীগ

সঠিক জায়গায় সঠিক মানুষ থাকা উচিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, দলের ভিতরে চেইন অব কমান্ড বিঘিœত হয়েছে। লক্ষ করলাম হঠাৎ গালিগালাজ করা হচ্ছে, দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এগুলো সবই রাজনৈতিক, সামনে কাউন্সিল তাই এগুলো হচ্ছে। তাছাড়া মেহেরপুর শহর আওয়ামী লীগের নিয়ম বহির্ভূত কাউন্সিলকে বৈধতা দেওয়ার মতলবে একটা জোট করা হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে নেশাখোর, চা বিক্রেতাকে ওয়ার্ডনেতা বানানো হয়েছে। মেহেরপুর হচ্ছে একটা প্রথম শ্রেণির পৌরসভা। সেখানে কেন জনগণ এ ধরনের লোকদের নেতা হিসেবে মেনে নেবে! আমি সব সময় রাইটম্যান অ্যাট রাইট প্লেসেস নীতিতে বিশ্বাসী। সঠিক জায়গায় সঠিক মানুষ থাকা উচিত। সুরাহার জন্য বিষয়টি দলের হাইকমান্ডের নজরে দিয়েছি। ফরহাদ হোসেন বলেন, তিনি চান মেহেরপুরের মানুষ সর্বোচ্চ শান্তিতে থাকুক। এখানে কোনো গু ামি-পা ামি, চুরি-ডাকাতি নেই, থাকবেও না। অনাচারকে কিছুতেই প্রশ্রয় দেওয়া হবে না। সব দলের মানুষ শান্তিতে বসবাস করে এমন পরিবেশ আমরা চাই। মেহেরপুরের জেলা কাউন্সিল অবশ্যই গণতান্ত্রিকভাবে হবে। আমাদের ঐক্যে কোনো সমস্যা নেই। তিনি বলেন, একটি গ্রুপ আমার ও আমার পরিবার নিয়ে বিভিন্ন মিথ্যা ও কুরুচিপূর্ণ কথা বলছে। তারা দলকে বিভক্ত করতে চায়। আমি নোংরা ক্যাডারভিত্তিক রাজনীতি পছন্দ করি না। কাউকে অসম্মান করে আমার পিতার (মরহুম সৈয়দ দীন আহমেদ) গৌরব কালিমাময় করতে চাই না। আমি চাই সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ গড়তে। তিনি বলেন, তার সম্বন্ধে এলাকাবাসী যেমন জানেন তেমনই প্রধানমন্ত্রীর কাছেও তার আমলনামা আছে। ফরহাদ হোসেন বলেন, আমলনামা যদি খারাপই হতো তাহলে আমায় মন্ত্রী করা হতো না। মেহেরপুরে মুজিববর্ষ উপলক্ষে কি কি অনুষ্ঠান করা হবে তার বর্ণনা দিয়ে ফরহাদ হোসেন বলেন, ১৭ এপ্রিল প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের দিনটিতে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকার সম্ভাবনা আছে। তিনি বলেন, মুজিববর্ষে মুজিবনগরের স্মৃতিকেন্দ্রর কাজ শুরু করা হবে। জাতির কাছে আমাদের যে কমিটমেন্ট তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। মুজিবনগরে যে কাজগুলো বাকি রয়েছে তা সম্পন্ন করা হবে। মুজিবনগর থেকে ঝিনাইদহ পর্যন্ত রাস্তা করা হয়েছে। ৭৫০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর ফোর-লেন রাস্তা হবে। ২২৪ কোটি টাকা ব্যয়ে ৫৬ কিলোমিটার ভৈরব নদী খনন করা হবে। নদীর দুই পাড়ে নির্মাণ করা হবে ৩১ কিলোমিটার ওয়াকওয়ে।

সর্বশেষ খবর