রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুজিবনগরের সঙ্গে রেলসংযোগ চাই

-আমজাদ হোসেন সাধারণ সম্পাদক জেলা বিএনপি

মুজিবনগরের সঙ্গে রেলসংযোগ চাই

মেহেরপুর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বাংলাদেশ প্রতিদনকে বলেছেন, মেহেরপুর থেকে একজন মন্ত্রী নেওয়া হয়েছে এটা তো জেলার মানুষের জন্য ভালো খবর। তবে মন্ত্রী মহোদয় জেলাবাসীর প্রত্যাসা কতটুকু পূরণ করছেন তাও ভাবতে হবে। মেহেরপুরবাসী চায় মুজিবনগর পর্যন্ত একটা রেলসংযোগ হোক। আমি যখন এমপি ছিলাম সংসদে বিষয়টা তুলেছি। তারপর আর অগ্রগতি নেই। এ ছাড়া মেহেরপুরের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের জন্য একটা স্থলবন্দর স্থাপন দীর্ঘদিনের দাবি। এ দাবি পূরণে মন্ত্রীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। আমজাদ হোসেন বলেন, সংগঠনের কাজ এগিয়ে নিতে তিনি ও তার সহকর্মীরা আওয়ামী লীগের সহযোগিতা তেমন প্রত্যাশা করেন না। কেননা আজকের রাজনৈতিক পেক্ষাপট আমরা দুই দল একে অন্যের প্রতিপক্ষ। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে তারা কম-বেশি সহযোগিতা পাচ্ছেন। যেমন, কেন্দ্রীর কর্মসূচি পালনের অনুমতি চাইলে প্রশাসন তা দিচ্ছে। তবে কোনো কোনো সময় ব্যতিক্রমও হয়। কোনো বড় কর্মসূচির জন্য কমিউনিটি সেন্টার ব্যবহারের অনুমতি চাইলে তা পাওয়া যায় না। তখন আমরা অফিসের ভিতরে বা অফিসের সামনে ছোট আকারে কর্মসূচি পালন করি। তিনি বলেন ২০১৩ সাল থেকে যেসব মামলা শুরু হয়েছে সেগুলোতে কোর্টে হাজিরা দিতে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময়ও গায়েবি মামলা হয়েছে। তিনি নিজেও ২০১৩ সাল থেকে ১১টি মামলা হাজিরা দিয়ে চলেছেন। আমজাদ হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র থেকে যেসব কর্মসূচি দেওয়া হয় তা জেলা কমিটি পালন করছে। তবে মামলা-হামলার কারণে যে ভয়ভীতি তা এখনো কেটে যায়নি। অবশ্য আগে যেরকম ভয়ের তীব্রতা ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা আছে। তিনি বলেন, বিএনপি বিরাট একটি দল। বড় দলে বিভেদ-বিভক্তি থাকতে পারে। এই জেলায়ও আছে। সর্বস্তরের নেতা-কর্মীরা সম্মিলিতভাবে এই সমস্যামোচনে সচেষ্ট রয়েছে।

সর্বশেষ খবর