সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
এজেন্টের সাক্ষাৎকার

বাংলাদেশ প্রতিদিন বগুড়ায় সবচেয়ে বেশি চলে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ প্রতিদিন বগুড়ায় সবচেয়ে বেশি চলে

পুন্ড্রনগরখ্যাত মহাস্থানগড়ের শহর বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে। অল্প কথায় সব খবর থাকার কারণে এটি এমন জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই-ই নয়, বাংলাদেশ প্রতিদিন বগুড়ায় সবচেয়ে বেশি চলায় এর সঙ্গে যুক্ত হয়েছেন বহু হকার। তারা এই বিক্রি থেকেই চালাচ্ছেন সংসার। চালাচ্ছেন ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও। যেমন এভাবে পুরো পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন বগুড়ার এজেন্ট নাদিরা এন্টারপ্রাইজের মালিক আবদুর রফিক স্বপন। তিনি প্রথম থেকেই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আছেন। স্বপন বলেন, সব পত্রিকার বিক্রি আগের চেয়ে কমেছে। কিন্তু কমেনি বাংলাদেশ প্রতিদিন-এর বিক্রি। বরং এ বিক্রি আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, পাঠকরা একপেশে এক দলের খবর পড়তে চান না। সব দলের খবরাখবর সব পত্রিকায় থাকে না। সে কারণেও অনেকে সব পত্রিকা পড়েন না। এদিক দিয়ে বলতে গেলে বলতে হয়, পত্রিকা কেনাবেচার দিন ভালো যাচ্ছে না। তবে বগুড়ায় সবচেয়ে বেশি চলে বাংলাদেশ প্রতিদিন। এর বিক্রেতাও অনেক। তারা প্রতিদিন ভোরবেলা থেকে বিক্রি শুরু করেন। এই বিক্রি থেকেই তারা সংসার চালান। তিনি আরও জানান, তিনি নিজে প্রতিদিন ভোর রাত ৩টায় বগুড়া শহরের সাতমাথাস্থ কার্যালয়ে আসেন। বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রেস এখন বগুড়ায় হওয়ার কারণে ভোরে পত্রিকা পাওয়া যাচ্ছে। যে কারণে পত্রিকা বিলিতে কোনো সমস্যা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর