সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
মুজিববর্ষের উদ্যোগ

৬ লাখ ৮ হাজার গৃহহীনকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার

নিজামুল হক বিপুল

৬ লাখ ৮ হাজার গৃহহীনকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার

সারা দেশে ছয় লাখেরও বেশি গৃহহীনকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে দেশে কোনো গৃহহীন থাকবে না- এই প্রত্যয় থেকেই সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহহীনদের এই বাড়ি নির্মাণ করে দেবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরজুড়ে চলবে গৃহহীনদের বাড়ি নির্মাণের কাজ। এ জন্য সরকারের ব্যয় হবে ২৪ হাজার ৩২০ কোটি টাকা। গতকালই বঙ্গবন্ধুর জন্মভূমি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ২ হাজার ৮০০ গৃহহীনের মধ্যে ঘর নির্মাণের বরাদ্দপত্র দিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের উদ্দেশে নির্দেশনা দিয়েছিলেন, মুজিববর্ষে যেন অহেতুক অর্থের অপচয় না হয়। মুজিববর্ষ নিয়ে যেন বাড়াবাড়ি কিছু না হয় সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছিলেন তিনি। ওই দিন তিনি মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেছিলেন, মুজিববর্ষের লক্ষ্য থাকবে, দেশে যেন কোনো গৃহহীন না থাকে। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার আলোকে গৃহহীনদের তথ্য নেওয়া শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয়ের নিজস্ব উদ্যোগে এবং আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা গেছে, সারা দেশে মোট ৬ লাখ ৮ হাজার গৃহহীন আছে, যাদের মাথা গোঁজার জন্য বাড়ি নেই। আবার এদের কারও কারও ভূমি থাকলেও আর্থিক অনটনের কারণে সেই জমিতে তারা ঘর নির্মাণ করতে পারছেন না। আবার অনেকের ভূমিও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এ রকম পরিবারগুলোকে শনাক্ত করে তাদের গৃহ নির্মাণ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটি গৃহ বা বাড়ি নির্মাণে ব্যয় হবে ৩ লাখ ২৫ হাজার টাকা করে। তবে যাদের ভূমি নেই, সে রকম ভূমি ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণে ব্যয় হবে ৪ লাখ টাকা, যার মধ্যে গৃহ নির্মাণে ৩ লাখ ২৫ হাজার টাকা ও জমির জন্য ব্যয় হবে ৭৫ হাজার টাকা। এ জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট খরচ হবে ২৪ হাজার ৩২০ কোটি টাকা। এ টাকা দিয়ে বছরব্যাপী পর্যায়ক্রমে গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, ৪০০ বর্গফুটের ওই বাড়ি হবে পুরোটাই পাকা পাঁচ ইঞ্চি দেয়ালের। ওপরে থাকবে ঢালাই ছাদ। মোট দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি ড্রয়িং-ডাইনিং, একটি বাথরুম ও একটি বারান্দা থাকবে। এ বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান দেশে কোনো গৃহহীন থাকবে না। সবার মাথা গোঁজার ঠাঁই হবে। আর এটা করতে হবে মুজিববর্ষে। মুজিববর্ষের পুরো উদ্যোগই হবে দেশের মানুষের কল্যাণে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। গতকালই মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ায় ১ হাজার ও কোটালীপাড়ায় ১ হাজার ৮০০ ঘর নির্মাণের বরাদ্দপত্র দিয়ে গৃহহীনদের বাড়ি নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।’ তিনি জানান, ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষের বছরজুড়ে গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মুজিববর্ষের শেষে দেশে আর কোনো গৃহহীন থাকবে না।

সর্বশেষ খবর