সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রেমিকাকে উপহার দিতেই অপহরণ করে হত্যা

গাজীপুর প্রতিনিধি

ঢাকা থেকে অপহরণ করে মাদ্রাসাছাত্র ইব্রাহিম হোসেনকে গাজীপুরে এনে শ্বাসরোধে হত্যার ঘটনায় বনি আমিন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার রাতে ঢাকার হাজারীবাগের নিহতের বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বরগুনা সদরের মাইঠা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বনি আমিন নিহত ইব্রাহিমের আপন ফুফাতো ভাই। ইব্রাহিম হাজারীবাগের ইকরা দারুল-উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তার মামা মনির হোসেনের বাসায় থেকে ঢাকার নিউ মার্কেটে ক্রোকারিজের দোকান পরিচালনা করতেন। এ সময় তার মামী হালিমা বেগমের ওপর ক্রোধ তৈরি হয়। এছাড়াও একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকাকে দামি উপহার দিতে তার অনেক টাকার প্রয়োজন হয়। যা তার কাছে ছিল না। মামীর ওপর দীর্ঘদিনের ক্ষোভের প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ইব্রাহিমকে (১০) তার মাদ্রাসা থেকে কৌশলে গাজীপুরের মীরেরগাঁও এলাকায় জঙ্গলের ভিতর নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ পুকুরের ফেলে রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন। পরবর্তীতে আসামি বিভিন্ন মোবাইল ফোনে ইব্রাহিমের কণ্ঠ নকল করে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে এবং বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। কেউ যাতে সন্দেহ করতে না পারে সে জন্য বনি আমিন শনিবার গাজীপুরে ভিকটিমের লাশ উদ্ধারের সংবাদ শুনে তার মামা-মামীর সঙ্গে থেকে লাশ দাফনে অংশ নিয়ে তাদের বাসায়ই অবস্থান করে। র‌্যাব ভিকটিমের বাসা থেকেই বনি আমিনকে গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনি আমিন ওই খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে রোমহর্ষক বর্ণনা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর