সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

নাটোরে জীবিত ব্যক্তি সরকারি খাতায় মৃত!

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকার লক্ষণহাটি মহল্লার আবদুস সামাদ জীবিত থেকেও সরকারি খাতায় রয়েছেন মৃত।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুস্থ, স্বাভাবিক, কাজকর্মে উজ্জীবিত কৃষক বাগাতিপাড়ার আবদুস সামাদ। তিনি বাস্তবে জীবিত হলেও সরকারি খাতায় রয়েছেন মৃত। এ ব্যাপারে ৫ বছর ধরে বিভিন্ন দফতরে লিখিত আবেদনের পাশাপাশি মৌখিক অনুরোধ এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও তিনি জীবিত হতে পারেননি। সরকারি খাতায় তিনি মৃতই রয়ে গেছেন। আর এ কারণে গত দুই নির্বাচনে তিনি ভোটও দিতে পারেননি। কৃষক আবদুস সামাদ জানান, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র পান। গত উপজেলা নির্বাচনের আগের নির্বাচনে উপজেলা পরিষদে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে ভোট দিতে পারেননি তিনি। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও সরকারি ওই তালিকায় তিনি নিজেকে জীবিত হিসেবে নাম তোলাতে পারেননি। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। সর্বশেষ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেছেন। এ সময় তাকে বলা হয়েছে ‘শর্ট টাইমেই তিনি সংশোধিত তালিকায় নাম দেখতে পারবেন’। বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ জানান, আবদুস সামাদ তার ওয়ার্ডের ভোটার। প্রায় এক বছর আগে বিষয়টি জানার পর বহুভাবে তথ্য সংশোধনের চেষ্টা করেছেন। কিন্তু আজও পর্যন্ত আবদুস সামাদের বিষয়টি সমাধান না হওয়ায় তিনি দুঃখিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর