মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

দোলযাত্রা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

দোলযাত্রা উদযাপিত

ঢাকাসহ সারা দেশে গতকাল সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ধর্মীয় রীতি অনুযায়ী উৎসবটি পালন করা হয়। তবে করোনা ইস্যুর কারণে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবার আয়োজন সীমিত করে। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন আবির উৎসব। আবিরের রঙে উৎসবে মেতে উঠেন ছোট-বড় সবাই। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা ও গৌরপূর্ণিমা উৎসব হয়। এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ সারা দেশে এ উৎসব উদযাপিত হয়। দোলযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল সাড়ে ৮টায় পূজার মধ্য দিয়ে শুরু হয় দোলযাত্রার আনুষ্ঠানিকতা।

সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেন। উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বলেন, ‘ঠাকুরের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল আসুক এই কামনা করি।’ ‘করোনার জন্য ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন দেয়ালে মন্দির প্রাঙ্গণে রং খেলা যাবে না’ এমন নোটিস লেখা থাকলেও ভক্তরা সীমিতভাবে রং খেলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর