মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে

ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক জেলা বিএনপি

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে

জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচিগুলো নেতা-কর্মীদের সহযোগিতায় যথাযথভাবে পালন করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি আমরা টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠন জীবন  দিয়ে হলেও পালন করতে সচেষ্ট থাকব। দলীয় কোন্দল সম্পর্কে তিনি বলেন, দলীয় কোন্দল থাকলেও বর্তমানে আলাদাভাবে কোনো কর্মসূচি তারা পালন করছেন না। দলের প্রতি তাদের সমর্থন রয়েছে। অচিরেই তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে ঠাঁই দেওয়া হবে। সামনে যে কোনো আন্দোলনে সব নেতা-কর্মী একযোগে কাজ করবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমানে জেলা বিএনপি সভাপতি শামসুল আলম তোফা দেশের বাইরে থাকায় কয়েক মাস যাবৎ আমাকেই দলের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিভিন্ন প্রকার হামলা ও মামলার কারণে দলীয় নেতা-কর্মীরা ভয়-আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এটা কোন ধরনের গণতন্ত্রের নমুনা? যে কোনো দলীয় কর্মসূচি পালনেও পুলিশ বাধা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীরা রাতে ঘরে ঘুমাতেও পারছেন না। মামলা হামলার ভয়ে বেশির ভাগ নেতা-কর্মীকে পালিয়ে থাকতে হচ্ছে। জেলা বিএনপির কোনো কার্যালয় নেই- জানতে চাইলে তিনি বলেন, দলীয় কার্যালয় নেই। কার্যালয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পাচ্ছি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর