মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

গাছচাপায় ও সড়ক দুর্ঘটনায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু

চাকরিতে যোগ দেওয়া হলো না ইমনের

প্রতিদিন ডেস্ক

গাছচাপায় ও সড়ক দুর্ঘটনায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে গতকাল বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এ ছাড়া ঢাকার ধামরাইয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে ফেরার পথে গাছচাপায় অটোবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : গতকাল দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় মাটিভর্তি ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫), গাঘরাই গ্রামের জাকির মাস্টার (৪০)। প্রত্যেকেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজনকে  কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সখীপুর থেকে হাঁটুভাঙ্গার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুতগতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে চাপা দেয় এবং এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজির যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মাস্টার এবং হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যান। প্রাইভেট কারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং  প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, ড্রাম ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।  সাভার : ঢাকার ধামরাইয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে ফেরার পথে গাছচাপায় অটোবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাইচাইল গ্রামের জাহানারা (৬২), তার স্বামী নুরুল ইসলাম (৬৮), কামারপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী বোবা (৩৪), তেলিগ্রাম এলাকার মহনের স্ত্রী আয়েশা (৬০), রমজান মিয়ার স্ত্রী মাজেদা (৫৫)। চাকরিতে যোগ দেওয়া হলো না ইমনের : ইমন সরকার নামে এক যুবক সম্প্রতি একটি কোম্পানিতে চাকরি পান। গতকাল ছিল চাকরির প্রথম দিন। এ জন্য রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া বাঁশেরপুল এলাকার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু চাকরিতে যোগদান করা হলো না ইমনের। পথে মৃধাবাড়ী এলাকায় মডার্ন পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান তিনি। গতকাল দুপুরের এ ঘটনায় তার বন্ধু কৌশিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর