মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা
এজেন্টের সাক্ষাৎকার

বরিশালে চাহিদার দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চাহিদার দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছে কেউ নেই

বরিশালের প্রধান সংবাদপত্র এজেন্ট ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. হারুন-অর রশিদ বলেন, ‘আমার এলাকায় প্রথম সারিতে আছে বাংলাদেশ প্রতিদিন। চাহিদার দিক থেকে এর ধারে কাছে কেউ নেই। কারণ হলো, এই পত্রিকার প্রথম পাতার লিড নিউজ ভালো হয়। দামেও কম। কম টাকায় সব নিউজ পাওয়া যায়। এই পত্রিকায় বরিশালের অনেক নিউজ থাকে।’

তিনি পরামর্শ দিয়ে বলেছেন, আমরা প্রতিদিন টাকা দিয়ে ভেজাল খাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন ভেজালের উপর একটা শ্লোগান আনতে পারে। হতে পারে ‘ভেজাল কিনব না, ভেজাল খাব না’। তিনি বাংলাদেশ প্রতিদিনকে ভেজালের উপর একটি আইডোলোজি আনার অনুরোধ জানান। তিনি নানা সমস্যার কথা তুলে ধরে আরও বলেন, ‘আজকাল একটা ভাড়ার মোটর সাইকেল চালিয়ে কিংবা অটোরিকশা চালিয়েও প্রতিদিন অন্তত ১ হাজার টাকা আয় করা যায়। সেখানে পত্রিকা হকাররা খুব ভোরে ঘুম থেকে উঠে এজেন্টের কাছ থেকে পত্রিকা নিয়ে হেঁটে বা সাইকেল মারিয়ে, অথবা কখনো নৌকা-ট্রলার-পরিবহনে করে পাঠকের বাসায় পত্রিকা পৌঁছে দেয়। শহরের হকাররা ৪/৫ তলার সিঁড়ি বেয়েও পাঠকের হাতে পত্রিকা দেয়। অথচ দিনভর পরিশ্রমের পরও তারা ৩/৪শ টাকার বেশি নিয়ে বাড়ি ফিরতে পারেন না। প্রত্যাশিত আয় না হওয়ায় অনেকেই পত্রিকার হকারি পেশা ছেড়ে দিয়েছেন।’ বিক্রয়কর্মী কমে যাওয়ায় মুদ্রিত দৈনিকের বাজার খারাপ হবে বলে তার আশঙ্কা।

সর্বশেষ খবর