মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা
বিচারিক অনুসন্ধান প্রতিবেদন হাই কোর্টে

ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটির আংশিক গাফিলতি রয়েছে

নিজস্ব প্রতিবেদক

২০১৯ সালে ডেঙ্গু মহামারী প্রকোপের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আংশিক গাফিলতি রয়েছে। তবে দুই সিটিকে এককভাবে দায়ী করা যায় না। গতকাল হাই কোর্টে দাখিল করা বিচারিক অনুসন্ধান কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে আজ রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন উপস্থাপন করবে। সংশ্লিষ্ট  বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত জানান, হাই কোর্টের নির্দেশে গঠিত বিচারিক অনুসন্ধান কমিটি ডেঙ্গু নিয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরে প্রতিবেদনটি হলফনামা আকারে হাই কোর্টে দাখিল করা হয়েছে।

গত বছরের ২৮ আগস্ট ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দেয় হাই কোর্ট। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক অনুসন্ধান কমিটি গঠন করে হাই কোর্ট। তাদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছিল। ওই আদেশের পর ঢাকার জেলা ও  দায়রা জজ  মো. হেলাল চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ওই আদেশ অনুসারে গতকাল সংশ্লিষ্ট কমিটি প্রতিবেদন দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর