মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

এক কোটি গাছের চারা বিতরণ করবে বন বিভাগ

মুজিববর্ষ উপলক্ষ

মোস্তফা কাজল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বন বিভাগ সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ এবং বিতরণ করবে। সব চেয়ে বেশি রোপণ করা হবে সুন্দরবন এলাকায়। এ বনে আড়াই লাখ চারা রোপণ করা হবে। অন্য সাড়ে ৯৭ লাখ চারা দেশের ৭ বিভাগীয় শহর এবং ৬৬ জেলা ও ৪৮২ উপজেলায় রোপণ করা হবে। এসবের পাশাপাশি লাউয়াছড়া, রেমা, কালেঙ্গা ও সাতছড়ির মতো জাতীয় উদ্যানেও এক লাখ করে চারা রোপণ করা হবে। এছাড়া চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এক বছর প্রতি মাসের ১৭ তারিখে ১৭ রুটে ১৭টি করে বিমান টিকিট ১৭ ভাগ কম দামে বিক্রি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব টিকিট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য প্রযোজ্য হবে। বন বিভাগের উপ-প্রধান বন কর্মকতা ফিরোজ কবীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের সার্বিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সারা দেশের ৭ বিভাগীয় শহরসহ ৪৮২টি উপজেলায় একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে। ফলদ, বনজ ও ঔষধিসহ সব ধরনের গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর