বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

আবির যখন ডুবছিল বন্ধুরা তখন ব্যস্ত সেলফি তোলায়

নিজস্ব প্রতিবেদক, যশোর

আবির যখন ডুবছিল বন্ধুরা তখন ব্যস্ত সেলফি তোলায়

ফেসবুকে ভাইরাল হয়েছে আবিরের ডুবে যাওয়ার এই ছবি -বাংলাদেশ প্রতিদিন

পিকনিকে গিয়ে পদ্মায় গোসল করতে নেমে যখন ডুবে যাচ্ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আবির, তখনো তার বন্ধুরা সেলফি তোলাতেই মগ্ন ছিল। এরকম কিছু ছবি গতকাল কয়েকটি অনলাইনে প্রকাশ হলে পরে তা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা গেছে, ডুবন্ত আবির হাত উঁচু করে বন্ধুদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কারও দৃষ্টিই সেখানে যায়নি। যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক তবিবুর রহমান বলেন, গত সোমবার সকালে কলেজ থেকে ১৩১ শিক্ষার্থী ও ৯ শিক্ষক পিকনিকে কুষ্টিয়ার শিলাইদহে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ীতে যান। শিক্ষার্থীদের আগেই বলা হয়েছিল পদ্মায় না যাওয়ার জন্য। কিন্তু কয়েকজন নিষেধ অমান্য করে পদ্মায় চলে যায়। বেলা দেড়টার দিকে তারা পদ্মায় নামলে সেখানে আবির ডুবে যায়। আবিরের বন্ধু পলাশ আহমেদ বলেন, আমরা সবাই পানিতে নেমে হৈচৈ করি ও সেলফি তুলি। সেখান থেকে ফিরে আসার পর আবিরকে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানানো হয়। শিক্ষকরা কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মায় জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও আবিরের সন্ধান করতে ব্যর্থ হন। পরে খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা গিয়ে রাত ৯টার দিকে আবিরের লাশ উদ্ধার করে। পলাশ আহমেদ আরও বলেন, আমরা যেসব সেলফি তুলেছিলাম, পরে সেগুলো দেখতে গিয়ে আমরা লক্ষ্য করি ডুবন্ত আবিরের ছবিও তাতে দেখা যাচ্ছে, কিন্তু ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।

সর্বশেষ খবর