শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

সকালে খালেদা জিয়ার জামিন বিকালে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর অনুষ্ঠিত হবে। গতকাল বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আবদুল মবীনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন আদেশ দেয়। এর আগে গতকাল সকালে এ মামলায় খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে রায় দিয়েছিল হাই কোর্ট। পরে বিকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জামিন আদেশ প্রত্যাহার (রি-কল) করে আদালত। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২০১৮ সালের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’ তার ওই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। যার পরিপ্রেক্ষিতে নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে তিনি এ মামলা দায়ের করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের কাছে নথি না থাকার কারণে আমরা শুনানি করতে পারিনি। তাই আমরা এ বিষয়টিতে শুনানি করার জন্য আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আদালতে বলেছি, যেহেতু আজ (গতকাল) অবকাশের আগে শেষ দিন, তাই অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর আমরা এ বিষয়টিতে শুনানি করতে চাই।

পরে আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করে দেওয়া আদেশটি রি-কল (প্রত্যাহার) করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী কামরুজ্জামান মামুনও আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

সর্বশেষ খবর