শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ক্যান্সার ও এইডসজয়ী অ্যাডাম ক্যাস্টিজোলা

তানভীর আহমেদ

ক্যান্সার ও এইডসজয়ী অ্যাডাম ক্যাস্টিজোলা

বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে তখন চিকিৎসকরা জানালেন অবিশ্বাস্য এক খবর। প্রাণঘাতী ক্যান্সার ও এইডস জয় করেছেন এক যুবক। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি এইডস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। কোনো ওষুধ নয় বরং স্টেম সেল পদ্ধতিতে চিকিৎসা চালানো হয় তার শরীরে। একজন সুস্থ মানুষের শরীর থেকে স্টেম সেল নিয়ে তার শরীরে প্রতিস্থাপন করা হয়। স্টেম সেলগুলো ধীরে ধীরে তার শরীরে থাকা ক্যান্সার সারতে শুরু করে। একই সঙ্গে এইডস থেকেও তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানচেট এইচআইভির এক প্রতিবেদনে এটি জানানো হয়। এর আগে এ খবর প্রকাশ পেলেও তার নাম, পরিচয় ও বয়স গোপন ছিল। তখন তাকে ‘লন্ডন রোগী’ পরিচয় দিয়েছিলেন চিকিৎসাবিজ্ঞানীরা। প্রায় আড়াই বছর তাকে পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকরা নিশ্চিত হন, এইডস থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এইডসজয়ী এই রোগীর নাম অ্যাডাম ক্যাস্টিজেলো। বয়স ৪০ বছর। নিজেকে ‘নতুন আশার দূত’ হিসেবে তুলে ধরতে চান তিনি। তিনি ভেনেজুয়েলার নাগরিক। ক্যান্সার ও এইডসে আক্রান্ত রোগীদের কাছে তিনি নতুন জীবন ফিরে পাওয়ার সে গল্প তুলে ধরতেই নিজের পরিচিতি লুকিয়ে না রেখে প্রকাশ করেছেন। চিকিৎসা বিজ্ঞানে এটি সাফল্যের মাইলফলক বলে মন্তব্য করেছেন এ নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। চিকিৎসকরা জানিয়েছেন, স্টেম সেল প্রতিস্থাপন করায় ওই যুবকের শরীরে নতুন প্রতিষেধক কোষ তৈরি হয়। ফলে তার শরীরে এইচআইভির জীবাণু নতুন করে সংক্রমণ ছড়াতে পারেনি। এইচআইভির চিকিৎসার জন্য অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বন্ধ হওয়ার প্রায় আড়াই বছর পরও সুস্থ জীবন কাটাচ্ছেন অ্যাডাম ক্যাস্টিজেলো। তার আগে ২০১১ সালে টিমোথি ব্রাউন নামে বার্লিনের এক রোগী একই ধরনের চিকিৎসাপদ্ধতির সাহায্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন।

সর্বশেষ খবর