শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ট্রায়াল অব সূর্যসেন

সাংস্কৃতিক প্রতিবেদক

ট্রায়াল অব সূর্যসেন

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকা-ের বিষয়বস্তু উপজীব্য করে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ মঞ্চায়ন করেছে নাটকের দল ঢাকা পদাতিক। ৪০ বছর পূর্তির দুই দিনের উৎসবের শেষ দিন গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে এ নাটকে। মাসুম আজিজ রচিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মাসুম আজিজ, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, শেখ শান-এ মাওলা,            সাবিহা জামান, মামুন-উর-রশিদ, মোতালেব হোসেন, শ্যামল হাসান, আক্তার হোসেন, দেবাশীষ বড়–য়া প্রমুখ। আলতাফ আলী হাসু পদক পেলেন আখতার হুসেন ও লুৎফর রহমান রিটন : ঋষিজ শিল্পী গোষ্ঠী প্রবর্তিত আলতাফ আলী হাসু পদক পেলেন শিশু সাহিত্যিক আখতার হুসেন ও ছড়াকার লুৎফর রহমান রিটন। সংগঠনটির সাধারণ সম্পাদক আলতাফ আলী হাসুর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক প্রদান করা হয়। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আয়োজক সংগঠনের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও আলতাফ আলী হাসুর সহধর্মিণী মিনারা বেগম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর