শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মতভেদ থাকলেও গ্রুপিং নেই

------ চন্দন কুমার পাল, সাধারণ সম্পাদক

শেরপুর জেলা আওয়ামী লীগ

মতভেদ থাকলেও গ্রুপিং নেই

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেছেন, দলে চাওয়া-পাওয়া নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু কোনো গ্রুপিং নেই। দল যে কোনো সময়ের চেয়ে এখন চাঙ্গা। আতিক-চন্দনের নেতৃত্বে জেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত দল এখন অত্যন্ত শক্তিশালী। তিনি বলেন, সরকারের উন্নয়নে মানুষ সুখে-শান্তিতে আছে। তাই বিরোধী দলের জনস্বার্থবিরোধী কার্যকলাপে মানুষ সাড়া দেয় না। দলের মধ্যে নানামত থাকলেও বর্তমান নেতৃত্ব নিয়ে সবাই খুশি। আগামী কাউন্সিলেও নেকা-কর্মীরা যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে। চন্দন কুমার পাল বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। তাই অভিযোগ থাকলে মিটিংয়ে বললে নিজেদের মধ্যে মতভেদ কমবে। পুরুষ ও নারী নেতৃত্ব বলতে কিছু নেই। কারও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা। আওয়ামী লীগ কারও ব্যক্তিগত ইচ্ছায় চলে না। বঙ্গবন্ধু ও তাঁর কন্যার আদর্শই দলের আদর্শ। আর সব কমিটিই এপ্রিল মাসের মধ্যে করা হবে।

সর্বশেষ খবর