শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা
সুপ্রিম কোর্ট বার

সভাপতিসহ ছয়টিতে আওয়ামী লীগ, সম্পাদকসহ আটটিতে বিএনপি সমর্থকরা জয়ী

নিজস্ব প্রতিবেদক

সভাপতিসহ ছয়টিতে আওয়ামী লীগ, সম্পাদকসহ আটটিতে বিএনপি সমর্থকরা জয়ী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে সরকার সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ ছয় ও সম্পাদকসহ আট পদে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ্যতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। এর মধ্যে আবারও সভাপতি পদে জয়ী হয়েছেন বর্তমান সভাপতি সাদা প্যানেলের অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এ ছাড়া প্রথমবারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল নির্বাচন উপকমিটির প্রধান সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ এ ফল ঘোষণা করেন। এবারের ১৪ পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। গত নির্বাচনেও সভাপতিসহ ছয় পদে সাদা প্যানেল, সম্পাদকসহ আট পদে নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ৩ হাজার ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পান ২ হাজার ৪৫৭ ভোট। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ৩ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শাহ মনজুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। বাকি ১২ পদের মধ্যে নীল প্যানেলের সাত বিজয়ীরা হলেন- ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী (কোষাধ্যক্ষ), মো. আবদুল জব্বার (সহসভাপতি) এবং মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহসিন কবির, মো. মোহাদ্দেস উল ইসলাম টুটুল, মোহাম্মদ সাইফ উদ্দিন রতন ও আমিরুল ইসলাম খোকন সদস্য। সভাপতি ছাড়া সাদা প্যানেলের বিজয়ী বাকি পাঁচজন হলেন- সহসভাপতি অ্যাডভোকেট মো. মনিরুজ্জমান, সহসম্পাদক ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া এবং অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ মশিউর রহমান সদস্য।

সর্বশেষ খবর