শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজবাড়ীতে কলেজশিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে সুবর্ণকোলা গ্রামের আসাদুল বারী খান (৪২) নামে এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসাদুল বারী খান পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গতকাল ভোর সাড়ে ৬টার দিকে আসাদুল বারী খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা খলিলুর রহমান খানকে (৯০) দেখে রাস্তায় আসার সময়

একদল দুর্বৃত্ত তাকে ধরে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনা জানার পর পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ সকাল সাড়ে ৯টায় আসাদুল বারীর লাশ উদ্ধার করে। আসাদুল বারী খানের ভাতিজা সাদ্দাম খান বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় জজ আলী বিশ্বাসের লোকজন তাকে হত্যা করেছে। রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসাদুল বারী খানের হত্যা বিষয়টি জানার পর আমি সেখানে প্রায় দেড়শত পুলিশ মোতায়েন করেছি। জজ আলী বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত নিহতের পরিবার মামলা করেনি। মামলা করা হলে পুলিশি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ খবর