রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাইকেলে দুরন্ত কিশোরীরা

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

সাইকেলে দুরন্ত কিশোরীরা

কোনো র‌্যালি বা মিছিল নয়। এমনকি কোনো এনজিওর কর্মসূচিও নয়। এটা দিনাজপুরের গ্রামবাংলার রাস্তা-ঘাটের নিত্যচিত্র। বিভিন্ন গ্রামের মেঠো পথে সাইকেলে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার দৃশ্য। ওরা নারী জাগরণের অগ্রযাত্রার প্রতীক। আর এ দৃশ্যই জানান দিচ্ছে দিনাজপুরের নারীরা আর পিছিয়ে নেই। দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরলসহ বিভিন্ন গ্রামীণ সড়ক কিংবা মেঠো পথে এভাবেই স্কুলে যেতে এবং ফিরতে দেখা যাবে তাদের। চিরিরবন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চার শতাধিক মেয়ে এভাবে যাতায়াত করছে বলে জানা যায়।

এক সময় মেয়েদের সাইকেল চালানো নিয়ে নানা আলোচনা-সমালোচনা হতো। সেই আলোচনা-সমালোচনা জয় করে মেয়েরা স্কুল, কলেজ, হাট-বাজার, অফিস, আত্মীয়স্বজনের বাড়িতে সাইকেলে যাতায়াত করছে। দিন দিন বাড়ছে তাদের সংখ্যা। একসময় অভিভাবকরা যাতায়াতের অসুবিধার কথা ভেবে দূরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের ভর্তি করাতে চাইতেন না, দিন বদলিয়েছে এবং ধারণা পাল্টেছে। মেয়েরাও সব প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। যদিও ইভটিজিং এখনো রয়েছে। এরপরেও ঘরে বসে থাকতে চায় না নারী। তাই তারা বেরিয়ে পড়েছে শিক্ষার আলো নিতে, বিশ্বকে জানতে। এসব স্কুলছাত্রী কেউ ১ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাচ্ছে। জেলার নান্দারাই, হোসেনপুর, হয়বতপুর, দিঘারনসহ ৮/১০টি গ্রামের ছাত্রীরা সাইকেলে স্কুলে যাতায়াত করে। ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ওই সময়টাতে পুলিশ টহল থাকলে বখাটেদের আনাগোনা থাকবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর